ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) হোয়াটসঅ্যাপ মেসেজে অপমানজনক বার্তা। বিসিসিআই (BCCI) বিষয়টি হালকা করে নিতে চাইছে না। এই নিয়ে তদন্ত শুরু করল বোর্ড।
ইন্টারভিউ দেওয়ার অনুরোধ করেছিলেন এক সাংবাদিক। কিন্তু রাজি না হওয়ায় হোয়াটসঅ্যাপে অপমানজনক মেসেজ লেখেন ওই সাংবাদিক। এরপরই টুইটে নাম না করে ওই সাংবাদিককে আক্রমণ করেন ঋদ্ধিমান সাহা। এই বিষয়টি নিয়ে ঋদ্ধির পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। সমর্থন করেছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিং, আরপি সিং, আকাশ চোপড়া।
আরও পড়ুন: কেন বাদ ঋদ্ধিমান সাহা, কারণ দেখালেন নির্বাচক প্রধান চেতন শর্মা
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বোর্ডের এক সূত্র জানিয়েছে ঋদ্ধিমান এখনও বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ। বোর্ড তাই চুক্তিবদ্ধ ক্রিকেটারের অসম্মান কোনও ভাবেই মেনে নেবে না। সূত্রের খবর, "যদি এরকম কোনও ঘটনা ঘটে, কাউকে তো দেখতেই হবে।"