রঞ্জি ট্রফির ফাইনালের পথে বাংলা। চতুর্থ দিনের শেষে ৫৪৭ রানের লিড নিল টিম বেঙ্গল। প্রথম ইনিংসে ফলো-অন না দিয়ে ফের ব্যাট করতে নামেন মনোজরা। ৮০ রান করলেন অনুষ্টুপ মজুমদার। ৪১ রান করলেন সুদীপ ঘরামি। আটে ব্যাট করতে নেমে ৬০ রান করেন প্রদীপ্ত প্রামাণিক।
তবে দ্বিতীয় ইনিংসে ফের ব্যর্থ বাংলার ওপেনিং জুটি। ৬ উইকেট তুলে নিয়েছেন মধ্যপ্রদেশের সারাংশ জৈন। ৩ উইকেট নেন কুমার কার্তিকেয়। ২২৩ রানে ৯ উইকেট হারালেও দ্বিতীয় ইনিংসে বড় লিড নিয়ে ফেলেছেন মনোজ তিওয়ারিরা।
আট নম্বরে ব্যাট করতে নেমে ৬০ রান করেছেন প্রদীপ্ত প্রামাণিক। শেষ উইকেটে ৫৬ রানের পার্টনারশিপ বাংলার। ১ রান করে ক্রিজে প্রদীপ্তের সঙ্গে আছেন ইশান পোড়েল।