এবছরও IPL-এ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক থাকছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের নিলামের আগেই একথা জানিয়ে দিয়েছিল CSK । কিন্তু তবুও ধোঁয়াশা ছিল হলুদ শিবির তাঁকে অধিনায়ক হিসেবে ধরে বসে থাকলেও, এই IPL কি খেলবেন মাহি? সম্প্রতি ধোনির স্বাস্থ্য সংস্ক্রান্ত বিষয়ে মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন।
Sachin Tendulkar Station : সচিন স্টেশনে দাঁড়িয়ে সানি গাভাসকর, ভারতের কোন শহরে এই স্টেশন জানেন ?
তিনি জানান, ধোনি, CSK এর নেতা আগেই জানিয়ে দিয়েছিলেন তাঁদের ছেড়ে ধোনি যাননি। উনি এমন একজন নেতা যিনি কথা রাখতে জানেন। ধোনির অধিনায়কত্বেই, গতবার IPL জিতেছে চেন্নাই সুপারকিংস। বিশ্বনাথন জানান, অপারেশনের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন ধোনি, এখন তিনি অনেকটাই সুস্থ। আইপিএলের এখনও দেরি আছে। তার আগে তিনি ম্যাচ ফিট হয়ে যাবে, তাই একথা এপ্রকার নিশ্চিত যে এবারেও চেন্নাইয়ের অধিনায়কত্ব করবেন ধোনিই।