লোকসভা দামামা বেজে গিয়েছে। এর মধ্যেই আইপিএলের বল গড়াতে চলেছে মাঠে।আর কয়েক ঘন্টা পরেই শুরু হবে ১৭ তম আইপিএল। এই মরশুমের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই। তবে, ধোনি নন CSK-র নেতৃত্বে রুতুরাজ গাইকোয়াড। প্রতিপক্ষ ডুপ্লেসি-বিরাটদের RCB।
সূচি অনুযায়ী, শুক্রবার রাত আটটায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএলের প্রথম ম্যাচের আয়োজন করা হবে। শুধু ম্যাচ নয়, এদিন জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
লোকসভা নির্বাচনের জন্য এই বারের আইপিএলের সূচি নিয়ে বেশ সমস্যায় পড়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। লোকসভা ভোটের তারিখ ঘোষণা না হওয়ার কারণে আইপিএলের দ্বিতীয় ভাগ নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। মনে করা হচ্ছে বাকি খেলার আয়োজন করা হবে বিদেশের মাটিতে। যদিও অবশেষে সমস্যার সমাধান হয়। গোটা খেলা হতে চলেছে দেশের মাটিতে।
আরও পড়ুন - ধাক্কা এবার রাজস্থানে, আইপিএল থেকে নাম প্রত্যাহার জাম্পার
এদিনের অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন সঙ্গীত পরিচালক, গায়ক ও সঙ্গীত প্রযোজক এ আর রহমান। এছাড়াও থাকবেন কিংবদন্তি সোনু নিগমও। আর ডান্সফ্লোর মাতাবেন বলি সুপারস্টার অক্ষয় কুমার ও টাইগার শ্রফ।