IPL Final 2022: বাটলার বনাম মিলার, আইপিএলের মেগা ফাইনালে কেন নজরে এই দুই বিদেশি

Updated : May 28, 2022 16:52
|
Editorji News Desk

রবিবার আইপিএলের মেগা লড়াই (IPL Final)। প্রহর গোনা শুরু ক্রিকেটপ্রেমীদের। এদিন আইপিএল ফাইনালের আকর্ষণের কেন্দ্রবিন্দু জস বাটলার বনাম ডেভিড মিলার (Jos Buttler vs David Miller)। একজন আইপিএলের সর্বাধিক রান করেছেন। অন্যজন টিমকে কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়েছেন। এই দুই বিদেশি ক্রিকেটারের ওপরই নির্ভর করছে দুই টিমের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও সঞ্জু স্যামসন।

এবার আইপিএলে প্রথম থেকেই দারুণ ছন্দে ইংরেজ ক্রিকেটার জস বাটলার। ২০১৬ সালে আইপিএলে চারটি সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। শুক্রবার আরসিবির বিরুদ্ধে বিরাটের সেই রেকর্ডকেই ছুঁলেন বাটলার। এবার আইপিএলে চারটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। এখনও পর্যন্ত করেছেন ৮২৪ রান। অরেঞ্জ ক্যাপের দাবিদার ইংরেজ ক্রিকেটারটি।

আরও পড়ুন: আইপিএলের মেগা ফাইনালে রাজস্থান রয়্যালসের মুখোমুখি গুজরাট টাইটান্স

অন্যদিকে আইপিএলের ফাইনালে নজরে থাকবেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ক্রিকেটার ডেভিড মিলার। রানের দিক থেকে আট নম্বরে থাকলেও তাঁর ফিনিশিং স্টাইলে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। এবার আইপিএলে তাঁর সর্বোচ্চ রান ৯৪। মোট রান ৪৪৯। স্ট্রাইক রেট ৬৪.১৪। আইপিএলের ফাইনালে ডেভিড মিলারের বিধ্বংসী ব্যাটকে কীভাবে ডেথ ওভারে আটকানো যায়, তার জন্য আলাদা পরিকল্পনা করতে হবে রাজস্থানকে।

রাজস্থান টিমে বাটলারকে আটকাতে আঁটঘাট বাঁধছেন যুজভেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিন। তেমনই মিলারের বিধ্বংসী ফর্মকে আটকাতে হার্দিক পান্ডিয়ার হাতে আছেন মহম্মদ শামি ও ট্রেন্ট বোল্ট। এখনও আইপিএলে তেমন ফর্ম পাননি শামি। ফাইনালে শামির বোলিং আক্রমণ দেখা যাবে কিনা, তার দিকে নজরে থাকবে।

IPL FinalJos ButtlerIPL Final 2022David Miller

Recommended For You

editorji | খেলা

Steve Smith Retires : ৯৬ বলে ৭৩, একদিনের ক্রিকেটে থেমে গেল স্টিভ স্মিথের জয়রথ

editorji | খেলা

Virat Kohli : কোহলিয়ানায় ভেসে ক্রিকেট বিশ্ব, King-এর কাছে মাইলস্টোন নয়, ফোকাস ভারতের জয়

editorji | খেলা

India vs Australia: তেইশের বদলা চেজমাস্টার বিরাটের, হার্দিকের ছয়ে শাপমোচন, অজিদের হারিয়ে ফাইনালে ভারত

editorji | খেলা

India Vs Australia : বরুণ বনাম অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে সেট এই রিংটোন

editorji | খেলা

Champions Trophy 2025 : গ্রুপ-এ থেকে চ্যাম্পিয়ন কে হবে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাধিক পরিবর্তনের ইঙ্গিত