বিরাট বন্দনায় এবার বেন স্টোকস। টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে কয়েক ঘণ্টা আগেই কোহলির প্রশংসা ইংরেজ ক্রিকেটারের মুখে। স্টোকস জানিয়েছেন, এই বিশ্বকাপে এখনও পর্যন্ত সেরা ব্য়াটার বিরাট। তাঁর বিরুদ্ধে ইংল্যান্ডকে খেলতে হবে। অ্য়াডিলেডকে এমনিতেই বলা হয় ব্য়াটারদের স্বর্গ। সেই পিচে কোহলিকে বল করা বেশ কঠিন বলেই মনে করছেন স্টোকস।
এই বিশ্বকাপে ফর্মের ফেরারিতে কোহলি। একটা দক্ষিণ আফ্রিকা ম্য়াচ বাদ দিলে গ্রুপের প্রতিটি ম্য়াচেই তাঁর ব্যাটে রান আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতের প্রাক্তন অধিনায়ক। কিন্তু কয়েক মাস আগেও ছবিটা এমন ছিল না। সেই প্রসঙ্গে ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকসের দাবি, সব ক্রিকেটারের জীবনে এমন সময় আসে। এই ব্যাপারে তিনি নিজের উদাহরণও দিয়েছেন। তবে, বিরাট সেই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে গিয়েছেন বলেও জানিয়েছেন স্টোকস।
অ্য়াডিলেডে মাঠে নামার আগে এদিন বেশ হালকা অনুশীলন করেছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার হাতে চোট ছাড়া তেমন বড় কিছুই হয়নি। এরমধ্যেই নিজের ইনস্ট্রায় শটের কিছু ভিডিও পোস্ট করেছেন বিরাট। ইঙ্গিত দিচ্ছেন লক্ষ্মীরের অ্য়াডলেডকে কব্জা করার।