আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইয়ন মর্গান। সোমবারই জানা গিয়েছিল, তাঁর অবসর গ্রহণের সিদ্ধান্তের কথা। সেই সম্ভাবনাই বাস্তবে পরিণত হল। আইসিসি টুইট করে জানিয়েছে, এবার অবসর নিলেন ইংল্যান্ড অধিনায়ক।
২০১৫ সালে দেশকে প্রথম নেতৃত্ব দেন ইয়ন মর্গান। এরপর ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে প্রথম ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ২২৫টি ম্যাচে মর্গানের রান ৬৯৫৭। T20 ক্রিকেটে ১১৫ ম্যাচে ২৪৫৮ রান করেন মর্গান। দীর্ঘদিন ধরেই ফিটনেস সঙ্গ দিচ্ছে না মর্গানের। টেস্ট ক্রিকেট আগেই ছেড়েছিলেন। কিন্তু ওয়ানডে ও টি২০ ক্রিকেটে দেশের অধিনায়ক ছিলেন। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তিনি।
২০০৬ সালে ইংল্যান্ড টিমে অভিষেক হয় ইয়ন মর্গানের। টেস্ট ক্রিকেটে অভিষেক করে ২০০৯ সালে।