৩৮ বছরেও তিনি তরুণ। গোটা গুজরাত দল তাঁকে তরুণ ক্রিকেটার বলেই ডাকে। সেই ঋদ্ধিমান সাহার ফোকাসে এখন শুধু আইপিএল এবং গুজরাত টাইটান্স। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে তাঁকে জায়গা দেওয়া হয়নি। তাতে হালকা আক্ষেপ থাকলেও ঋদ্ধি স্বীকার করছেন, কেরিয়ারের প্রায় শেষ লগ্নে দাঁড়িয়ে জাতীয় দলে ফেরার আশা তিনি করেন না। বরং যেটা করছেন, তাতেই ফোকাস রাখতে চান।
সম্প্রতি ঘোষণা করা হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় টেস্ট দল। কেএল রাহুলের বদলি হিসাবে এই দলে জায়গা পেয়েছেন ইশান কিশান। সংবাদসংস্থার খবর, নির্বাচন কমিটির বৈঠকে ঋদ্ধিমানকে নিয়ে কোনও আলোচনাই হয়নি। ঋদ্ধিও জানিয়েছেন, তিনি গুজরাতের হয়ে আইপিএল খেলছেন। কোনও দলে জায়গা পাওয়া তাঁর হাতে নেই। যেটা তাঁর পক্ষে করা সম্ভব সেটাই তিনি করছেন।
শেষ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে ৪২ বলে ৮৫ রান করেছেন। তাঁর সঙ্গে শুভমন গিলের ওপেনিং জুটি এই আইপিএলে অন্যতম চর্চার বিষয়। ১২ মে গুজরাতের পরের ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে।