শেষ ওভারে বাকি ছিল ১৬ রান। প্রথম তিনটি বলে তিনটি ছয় আসে ডেভিড মিলারের (David Miller) ব্যাট থেকে। রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ৭ উইকেটে হারিয়ে আইপিএল ফাইনালে পৌঁছে গেল গুজরাট টাইটান্স (Gujarat Titans)।
এদিন ১৮৯ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে প্রথমেই আউট হন গুজরাটের ওপেনার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ট্রেন্ট বোল্টের ডেলিভারিতে ফেরেন তিনি। ২১ বলে ৩৫ রান করেন শুভমান গিল। ৩০ বলে ৩৫ রান করে ফেরেন ম্যাথিউ ওয়েডও। ১৫ ওভারে গুজরাট টাইটান্সের রান ছিল ৩ উইকেট হারিয়ে ১৩৯। সেখান থেকে পরিণত ইনিংস খেলে ম্যাচ বের করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও ডেভিড মিলার। ৩৮ বলে ৬৮ রান করেন মিলার। ২৭ বলে ৪০ রান করে অপরাজিত থাকলেন হার্দিকও।
আরও পড়ুন: মালদ্বীপের মেজিয়াকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে এএফসির নকআউটে ভারতের এটিকে-মোহনবাগান
এদিন কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস ছিল। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কিন্তু ইডেনে জোস বাটলারের ইনিংসই যেন সাক্ষাৎ কালবৈশাখী হয়ে এল। মাত্র ৫৬ বলে ৮৯ রান করেন বাটলার। সেই ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি। দীর্ঘদিন পর ফর্মে ফিরলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনও। ২৬ বলে ৪৭ রান করেন তিনি। এই জুটির সৌজন্যে স্কোরবোর্ডে বড় রান তোলে রাজস্থান। শেষদিকে ২০ বলে ২৮ রান তোলেন দেবদূত পাদ্দিকালও।