আইপিএলে পরের মরশুমে গুজরাত অধিনায়ক শুভমন গিল। এই খবরে ভেসেছে শুভেচ্ছার বন্যা। কিন্তু একজনকে এই সংবাদ খুশি করতে পারেনি। তিনি ভারতীয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। তাঁর মতে, শুভমনের কাঁধে বড় আগেই অধিনায়কত্বের বোঝা চাপিয়ে দেওয়া হল। যা প্রভাবিত করতে পারে গিলের কেরিয়ারকে।
গত আইপিএলে রানার্স হয়েছিল গুজরাত। কিন্তু চ্যাম্পিয়নের মতো মাঠ ছেড়েছিলেন শুভমন। তাঁর ব্যাটে ছিল সবচেয়ে বেশি রান। টুর্নামেন্টের সেরা হয়েছিলেন। এবার হার্দিক মুম্বইয়ে ফিরতেই শুভমনকে অধিনায়ক হিসাবে ঘোষণা করেছে গুজরাত।
হর্ষের মতে, দলে অনেক সিনিয়র ক্রিকেটার ছিলেন। তাঁদের উপর আস্থা দেখাতে পারতেন দল মালিকরা। কারণ, এটাই ছিল ব্যাটার শুভমনকে দেখার আসল সময়।
পাশাপাশি হর্ষ ভোগলের প্রশ্ন, যে দলে কেন উইলিয়ামসনের মতো একজন অধিনায়ক রয়েছেন, সেখানে শুভমনের উপর চাপ বাড়ানোর কোনও অর্থ ছিল না। কারণ, দেশ ও বিদেশ মিলিয়ে আগামী ছয় মাসে ভারতকে অনেক সিরিজ খেলতে হবে। তবে গুজরাতের সমর্থকদের দাবি, তাঁরা তাকিয়ে নতুন অধিনায়কের দিকে।