চোটের কারণে আইপিএল থেকে সাময়িক ভাবে ছিটকে গেলেন মিচেল মার্শ। ওয়াংখেড়ে মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামেননি মার্শ। এমনকি আগামী বেশ কয়েকটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না বলেই জানা গিয়েছে। যার ফলে বেশ উদ্বেগে রয়েছে দিল্লি ক্যাপিট্যালস।
কলকাতার বিরুদ্ধে মাঠে নেমে হ্যামস্ট্রিংয়ে চোট পান মার্শ। তারপর থেকেই মাঠের বাইরে। আইপিএলের পয়েন্ট টেবিলেও সবার শেষে রয়েছে দিল্লি। ফলে, মার্শের চোট উদ্বেগ তৈরি করেছে দিল্লি শিবিরে।
আরও পড়ুন - জয়ের হ্যাট্রিকের পরেও প্রথম একাদশে বদল আনতে পারে KKR
মার্শের চোট নিয়ে দিল্লির সহকারী কোচ প্রবীণ আমরে জানিয়েছেন, 'দলের কয়েকজন খেলোয়াড় চোটে পেয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক মিচ মার্শের চোট। তাঁকে স্ক্যানের জন্য পাঠানো হয়েছে। ফিজিও এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে। রিপোর্ট পেলেই বোঝা যাবে কবে থেকে খেলতে পারবেন মার্শ।'