T20 ক্রিকেটে অলরাউন্ডার তালিকায় এক নম্বরে উঠলেন হার্দিক পান্ডিয়া। লিয়াম লিভিংস্টোনকে সরিয়ে এক নম্বর অলরাউন্ডার হার্দিক। নেপালের দীপেন্দ্র সিং আইরিকেও পিছনে ফেললেন তিনি। দক্ষিণ আফ্রিকা সিরিজে দুরন্ত পারফরম্যান্সের পর ব্যাটিং তালিকায় প্রথম দশে উঠে এলেন তিলক ভার্মাও।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T20 সিরিজে দুটি উইকেট পান হার্দিক। এই সিরিজে তাঁর রান ১৮, ৩৯ ও ২। জোহানেসবার্গে ৩ ওভারে ১ উইকেট তুলে নেন হার্দিক। মেডেন ওভারও পান তিনি। চলতি বছরই T20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পরই এক নম্বর অলরাউন্ডার হিসেবে উঠে এসেছিলেন হার্দিক।
এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেন তিলক ভার্মা। প্রথম ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ২০ ও ৩৩ রান পেয়েছেন তিলক। ওই ইনিংসের পরই ৬৯ ধাপ উপরে উঠলেন তিলক ভার্মা। এক নম্বরে আছেন ট্রেভিস হেড। দুইয়ে ফিল সল্ট। তিলক ভার্মার পরই আছেন ভারতের T20 টিমের অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিং তালিকায় উপরে উঠেছেন সঞ্জু স্যামসনও। ভারতীয় বোলারদের মধ্যে আর্শদীপ সিং।