টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আইপিএলে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করার পর এবার দেশকে নেতৃত্ব দেবেন তিনি। বুধবার আয়ারল্যান্ড সফরের (Ireland Tour) জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সেই দলেরই অধিনায়ক হার্দিক। দক্ষিণ আফ্রিকা সিরিজে ভাল খেলার পর সহ অধিনায়ক ভুবনেশ্বর কুমার।
হার্দিক ও ভুবনেশ্বর ছাড়়াও দলে আছেন ইশান কিষাণ, রুতুরাজ গাইকোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, যুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, হর্ষল প্যাটেল, আবেশ খান, উমরান মালিক ও আর্শদীপ সিং। কোচ হিসেবে দলের সঙ্গে যাবেন ভিভিএস লক্ষ্মণ।
আরও পড়ুন: নিলামের টাকা ক্রিকেটের উন্নতির স্বার্থেই ব্যবহার করা হবে, জানালেন মহারাজ
আয়ারল্যান্ডের পরই ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। সেই টিমে খেলবেন বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, লোকেশ রাহুলরা। টিমের সঙ্গে যাবেন কোচ রাহুল দ্রাবিড়।