বিশেষ পুরস্কার হরমনপ্রীত কাউরের। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মেয়েদের টিমের অধিনায়ক।
সেপ্টেম্বর মাসে সেরা পারফরম্যান্সের জন্য এই অ্যাওয়ার্ড পেয়েছেন হরমনপ্রীত। স্মৃতি মান্ধানাও এই লড়াইয়ে ছিলেন। সেরা ক্রিকেটার হওয়ায় দাবিদার ছিলেন বাংলাদেশের নিগার সুলতানাও। কিন্তু স্মৃতি ও সুলতানাকে হারিয়ে এই পুরস্কার জিতে নেন হরমনপ্রীত।
আরও পড়ুন: থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে মেয়েরা
ইংল্যান্ডের বিরুদ্ধে গত মাসে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স করেন হরমনপ্রীত। মোট ২২১ রান করেন তিনি। তাঁর পারফরম্যান্সেই ৩-০-তে জেতে টিম ইন্ডিয়া। ১৯৯৯ সালের পর ভারতীয় মহিলা দল প্রথম ইংল্যান্ডের মাটিতে সিরিজ জেতে।অধিনায়কও ছিলেন হরমনপ্রীত কাউর।