T20 বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। জ্বর হয়েছিল তাঁর। হরমনপ্রীতের খেলা নিয়েই অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামেন তিনি।
তবে বাদ পড়েছেন পেসার পূজা বস্ত্রকার। তাঁর পরিবর্তে খেলতে নেমেছেন স্নেহ রানা। দলে আরও একটি পরিবর্তন করেছে টিম ইন্ডিয়া। রাজেশ্বরী গাইকোয়াড়ের পরিবর্তে নেমেছেন রাধা যাদব। সেমিফাইনাল টসে জিতে প্রথমে ব্যাট করছে অস্ট্রেলিয়া।
টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তাই এই ম্যাচ এমনিতেই কঠিন। অস্ট্রেলিয়াকে কম রানের মধ্যে বাঁধাই চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার। নজরে থাকবেন বাংলার ক্রিকেটার রিচা ঘোষ।