আড়াই দিনে প্রথম টেস্ট শেষ। নাগপুরের মাঠ নিয়ে তাই বিতর্ক থামছেই না। দিল্লিতে দ্বিতীয় টেস্ট খেলতে যাওয়ার আগে নাগপুরে দুদিন প্র্যাকটিস করতে চেয়েছিল অস্ট্রেলিয়া। অভিযোগ, মাঠকর্মীরা পিচে জল ঢেলে দিয়েছেন। এই ঘটনায় এবার আইসিসির হস্তক্ষেপ চাইলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ইয়ান হিলি।
একটি সাক্ষাৎকারে ইয়ান হিলি জানান, এটা খুবই খারাপ একটা ঘটনা। লজ্জাজনকও। একটা দল অনুশীলনের পরিকল্পনা করেছিল। সেটা ভেস্তে দেওয়া হল। ক্রিকেটের জন্য এটা খারাপ বিজ্ঞাপন। আইসিসির বিষয়টি খতিয়ে দেখা উচিত।
অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার ইয়ান হিলি জানান, বিশ্বের সেরা দুটি দল খেলছে। ম্যাচের সময় যে ধরনের পিচ দেওয়া হচ্ছে, সেই ধরনের পিচে অনুশীলন করতে দেওয়া উচিত। কিন্তু তা হচ্ছে না।
আরও পড়ুন: মেয়েদের আইপিএলের নিলাম পরিচালনার দায়িত্বে মল্লিকা সাগর
অস্ট্রেলিয়ার সাংবাদিকদেরও অভিযোগ, ম্যাচ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়া দল ওই পিচে অনুশীলন করার অনুরোধ করেছিল। তারপরেও সেই অনুরোধ রাখা হয়নি। রবিবার তাই অনুশীলন করতে পারেনি অস্ট্রেলিয়া।