টি২০ ক্রিকেটে (T20 Cricket) স্লো-ওভার রেটের (Slow Over Rate) জন্য আরও কড়া হতে চলেছে আইসিসি। শুক্রবার আইসিসি (ICC) জানিয়েছে, আগামী মাস থেকে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে স্লো-ওভার রেট হলে টিমগুলোকে দিতে হবে খেসারত। ইনিংসের বাকি ওভারে ৩০ গজের বাইরে একাধিক ফিল্ডার রাখা যাবে না।
টি২০ ম্যাচে প্রত্যেক ইনিংসের মাঝে একটি ব্রেক নেওয়া যাবে। এরকমই পরিকল্পনা আইসিসি গভর্নিং বডির। কোথায় খেলা হচ্ছে, তা দেখে এই সিদ্ধান্ত নেওয়া হবে। ১৬ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের ম্যাচ হবে। সেই ম্যাচ থেকেই নতুন নিয়ম চালু হতে পারে।
আরও পড়ুন: বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দলের অধিনায়ক মিতালি, দলে বাংলার ঝুলন-রিচা
স্লো-ওভার রেট নিয়ে বেশ কিছুদিন ধরেই একটি স্থায়ী সমাধানের পথে আসতে চাইছে আইসিসি। টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিয়েও কাজ চালাচ্ছে আইসিসি।