আগামী ৫ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ (India Vs South Africa)। বৃহস্পতিবারই কলকাতায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিম। কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। বিমানবন্দর থেকে পাঁচতারা হোটেলের উদ্দেশে রওনা দেন।
৫ নভেম্বর ইডেনে হাইভোল্টেজ ম্যাচ। বিশ্বকাপে প্রথম ইডেনে নামবে রোহিত ব্রিগেড। এই ম্যাচের টিকিট নিয়ে হাহাকার শুরু হয়েছে। এরই মধ্যে শহরে এল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিম। শুক্রবার থেকেই অনুশীলনে নামবেন মিলাররা।
আরও পড়ুন - ওয়াংখেড়েতে ভারতের ব্যাটিং আগ্রাসন, শ্রীলঙ্কাকে ৩৫৮ রানের টার্গেট টিম ইন্ডিয়ার
বিশ্বকাপের পয়েন্ট টেবিলে সাতটি ম্যাচের মধ্যে ছটি ম্যাচ জিতে ১২ পয়েন্ট তুলেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালও প্রায় নিশ্চিত ভারতের। এই ম্যাচেই শেষ চারের অঙ্ক অনেকটা পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।