নেদারল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মার। T20 বিশ্বকাপে সিডনিতে দ্বিতীয় ম্যাচ টিম ইন্ডিয়ার। গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে জয় পেয়েছে রোহিত ব্রিগেড। এই ম্যাচেও জয়ের লক্ষ্যে নেমেছে টিম ইন্ডিয়া।
বৃহস্পতিবার নেদারল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচের প্রথম একাদশই নেমেছে। সিডনির পিচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে রাখাই টিমের গেমপ্ল্যান। টিমে আছেন তিন পেসার মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও আর্শদীপ সিং। নেদারল্যান্ডের বিরুদ্ধে রানে ফিরতে চান অধিনায়ক রোহিত শর্মা।
এদিকে নেদারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ৮ ওভারে ভারতের রান এক উইকেটে ৪৭। ৯ রানে আউট হয়েছেন কে এল রাহুল। রোহিত শর্মা ২৭ রানে ক্রিজে আছেন। ক্রিজে আছেন বিরাট কোহলিও।