সূর্যের তেজে ছাড়খার ওয়েস্ট ইন্ডিজ। গত ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ফের জয়ে ফিরল ভারত। সেইসঙ্গে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আপাতত দুই-একে এগিয়ে থাকল টিম ইন্ডিয়া। ৪৪ বলে ৭৬ রান করে ম্যাচের নায়ক ভারতের সূর্যকুমার যাদব। ওয়েস্ট ইন্ডিজের ১৬৪ রান তাড়া করতে নেমে ভারত জিতল সাত উইকেটে। সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের এটাই শেষ ম্যাচ খেলল ভারত। ভিসা সমস্যা মিটলে সিরিজের বাকি দুটি ম্যাচ হওয়ার কথা আমেরিকার ফ্লোরিডায়। সূচি অনুযায়ী ওই দুই ম্যাচ হতে পারে শনি ও রবিবার।
এদিন প্রথমে ব্য়াট করে ১৬৪ রান করেন ক্যারিবিয়ানরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন মায়ার্স। গত বছর আইপিএল লখনউ সুপার জায়েন্টের হয়ে খেলেছেন তিনি। ভারতের হয়ে ৩৫ রানে দুটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার।
জবাবে ব্য়াট করতে নেমে হঠাৎই পিঠের চোটে কাবু হয়ে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর চোট কতটা গুরুতর, সেই দিকে নজর রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে মাঠে সবার নজর কারেন সূর্য কুমার। তাঁর ৭৬ রান সাজানে আটটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারিতে। এদিনের ম্যাচে রান পেয়েছেন ঋষভ পন্থ। ৩৩ রান করে অপরাজিত থাকেন ভারতীয় উইকেট কিপার।