বন্ধু ধোনির পথে হেঁটেই দু বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এবার সব ধরণের ক্রিকেট থেকেই প্য়াড খুলে রাখলেন সুরেশ রায়না। টুইট করে, সবধরণের ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার।
দু বছর আগে রাত সাতটা উনতিরিশ মিনিটে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ত মহেন্দ্র সিং ধোনি। তার ঠিক পাঁচ মিনিট পরেই আরেকটা অবসরের টুইট ভেসে উঠেছিল ভারতীয় ক্রিকেটে। সেটা ছিল সুরেশ রায়নার।
এদিন টুইট করে রায়না জানিয়েছেন, দেশ ও রাজ্য উত্তরপ্রদেশের হয়ে খেলা গর্বের ব্যাপার। তিনি সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড, চেন্নাই সুপার কিংস এবং রাজীব শুক্লাকে ধন্য়বাদ জানান ভারতের প্রাক্তন ক্রিকেটার