রায়পুরে রিঙ্কু সিং ও জিতেশ শর্মার দাপট। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট পেলেন বেন দারসুইস। ২টি করে উইকেট সাঙ্গা ও বেহরেনডর্ফের।
এদিন টসে জিতে রায়পুরের পিচে ভারতকে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড। ওপেনার যশস্বী জয়সওয়াল ঝোড়ো ব্যাটিং শুরু করেন। ২৮ বলে ৩৭ রান করে ফেরেন তিনি। ২৮ বলে ৩২ রান করেন অন্য ওপেনার রুতুরাজ। শ্রেয়স আইয়ার ৮ রান করেন ও অধিনায়ক সূর্য করেন ১ রান। ২৯ বলে ৪৬ রান করেন রিভ্কু সিং। ১৯ বলে ৩৫ রান করে টিমকে বড় রানের গণ্ডি পার করান জিতেশ শর্মা।