লারার মাঠে আজ একদিনের সিরিজ সিল করতে চান ভারত অধিনায়ক শিখর ধাওয়ান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে তিন রানে জিতেছে টিম ইন্ডিয়া। বোর্ডে ৩০৮ রান তুলেও ভারতকে ম্যাচ জিততে হয়েছে শেষ ওভারে গিয়েই। শামি-বুমরা না থাকায় ভারতীয় পেস অ্যাটাকে ভরসা শার্দুল-সিরাজরাই। সিরাজের শেষ ওভারেই ম্যাচ বার করেছে টিম ইন্ডিয়া।
শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান বলছে, একটি ম্যাচ ছাড়া বাকি চারটিতে জিতেছে ভারত। রোহিত, বিরাট না থাকায় প্রথম ম্যাচেই সুযোগকে কাজে লাগিয়েছেন শুভমন গিল, শ্রেয়স আইয়াররা। ছন্দে আছেন অধিনায়ক ধাওয়ান। প্রথম ম্য়াচে তিন রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া। সেই আপসোষ মিটিতে তিন রানে ম্যাচ জিতে।
দ্বিতীয় ম্যাচের আগে ভারত অধিনায়ক শিখর ধাওয়ান জানিয়েছেন, একমাত্র অক্ষর প্যাটেলের চোট দলকে একটু বিব্রত করেছে। সম্ভবত অক্ষরের বদলেই রবিবার একজন অতিরিক্ত পেসার নিয়ে মাঠে নামতে পারে ভারত। কারণ, হাঁটুর চোটের জন্য এই ম্যাচে রবীন্দ্র জাডেজাকে পাওয়া যাচ্ছে না। ফলে শেষ পর্যন্ত অক্ষর যদি না খেলতে পারেন, তা-হলে অতিরিক্ত বোলার হিসাবে দলে ঢুকতে পারেন আবেশ খান বা আর্শদীপ সিং।