শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ড। ঘরের মাঠে এবার কিউইদের চুনকাম করলেন রোহিত শর্মারা। এই সিরিজ তিন শূন্যে জেতার সুবাদে আইসিসি একদিনের ক্রমতালিকায় এক নম্বরে উঠে এল ভারত। দিন কয়েক পরেই তা সরকারি ভাবে ঘোষণা করা হবে। মঙ্গলবার সিরিজে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ভারত হারাল ৯৫ রানে। ভারতের পাহাড় প্রমাণ ৩৮৫ রান তাড়া করতে নেমে ইন্দৌরে কিউইরা শেষ ২৯৫ রানে। তিনটি করে উইকেট শার্দুল ঠাকুর এবং কুলদীপ যাদবের। দুটি উইকেট চাহালের। এই ম্যাচে শামির বদলি উমরানের প্রাপ্তি এক উইকেট। জলে গেলে কিউই ব্যাটার ডেভন কনওয়ের ১৩৮ রান।
এর আগে, সাড়ে চারশো রানের আশা জাগিয়ে ইন্দৌরে তিনশো পঁচাশি রান করেই আটকে যায় ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর এদিন নিয়মরক্ষার ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নেমে জোড়া শতরান করেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল। ১০১ রান আউট হন অধিনায়ক অধিনায়ক। সিরিজে ডবল সেঞ্চুরি করার পর এই ম্যাচে শুভমন গিলের অবদান ৭৮ বলে ১১২ রান। এরপর আর কোনও ভারতীয় ব্যাটারের ইনিংস সেভাবে দানা বাঁধতে পারল না। ৩৮ বলে ৫৪ রান করলেন হার্দিক পান্ডিয়া। সবমিলিয়ে ৫০ ওভারে ভারতের স্কোর দাঁড়াল ৯ উইকেটে ৩৮৫ রান। কিউইদের সামনে টার্গেট ৩৮৬।
এরআগে, তিন বছর পর একদিনের ক্রিকেটে শতরানে ফেরেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নিময়রক্ষার ম্যাচে ৮৪ বলে শতরান পূর্ণ করেন তিনি। এরপর ১০১ রান করেই আউট হন রোহিত।