রায়পুরে অক্ষর প্যাটেলের (Axar Patel) কামাল। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট। দুরন্ত বোলিং রবি বিষ্ণোইয়েরও। ৪ ওভারে তিনি ১৭ রান দিয়ে তুলে নিলেন ১ উইকেট। ২ উইকেট তুলে নিয়েছেন দীপক চাহার। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুক্রবার ২০ রানে জিতে সিরিজ (India Wins T20 Series) জয় টিম ইন্ডিয়ার।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে ভারত। ২৮ বলে ৩৭ রান করেন যশস্বী জয়সওয়াল। ২৮ বলে ৩২ রান করেন রুতুরাজ গাইকোয়াড়। শ্রেয়স আইয়ার ও সূর্যকুমার যাদব ব্যর্থ হলেও দ্রুত রান তুলে নেন রিঙ্কু ও জিতেশ। ২৯ বলে ৪৬ রান আসে রিঙ্কুর ব্যাটে। ১৯ বলে ৩৫ রান করেন জিতেশ শর্মা।
আরও পড়ুন: রিঙ্কু-জিতেশের দাপট, অস্ট্রেলিয়াকে ১৭৫ রানের টার্গেট ভারতের
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। ট্রেভিস হেড ১৬ বলে ৩১ রান করেন। ২৩ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক ম্যাথিউ ওয়েড। ২০ ওভারে ১৫৪ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।