চির প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে হারের পর এশিয়া কাপে ঘুরে দাঁড়াল স্মৃতি মান্ধানারা। বাংলাদেশকে শনিবার ৫৯ রানে হারাল টিম ইন্ডিয়া। হাফসেঞ্চুরি করলেন শেফালি ভার্মা। অধিনায়ক স্মৃতির ব্যাট থেকেও এল ৪৭ রানের ইনিংস।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক স্মৃতি। ওপেনার স্মৃতি ও শেফালি প্রথম থেকেই বিস্ফোরক ব্যাটিং করেন। ৪৪ বলে ৫৫ রান করেন শেফালি। ৩৮ বলে ৪৭ রান করেন স্মৃতি। জেমিরাহ রড্রিগেজ় ৩৫ রান করে অপরাজিত ছিলেন। ২০ ওভারে পাঁচ উইকেটে ১৫৯ রান করে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: গোড়ালিতে চোট দীপক চাহারের, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দুটি ম্যাচে অনিশ্চিত
বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন রুমানা আহমেদ। ১৬০ রান তাড়া করতে নেমে ১০০ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ২ উইকেট নেন দীপ্তি শর্মা। শেফালি ভার্মাও ২ উইকেট নেন।