পাকিস্তানের মাটিতে প্রথমবার সিরিজ জিতেছে। এবার ভারতের ঘরের মাঠে টেস্ট সিরিজ। এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়াকে হারাতে পারেনি বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর, অনেকেই মনে করছেন এবার সিরিজ একতরফা হবে না। কিন্তু বাংলাদেশকে যে বাড়তি গুরুত্ব দিচ্ছে না ভারত। সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন অধিনায়ক রোহিত শর্মা।
চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট। দুই দলেই চূড়ান্ত প্রস্তুতি সারছে। চেন্নাইয়ের লাল মাটির পিচে বাংলাদেশ কতটা সফল হতে পারবে, তা যদিও টেস্ট শুরু হওয়ার পরই বোঝা যাবে। তবে পাকিস্তানকে হারিয়ে এলে ভারত একই রকম প্রতিপক্ষ নয়। মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বৃহস্পতিবার প্রথম টেস্ট। তার আগে সাংবাদিক সম্মেলন করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তিনি বাংলাদেশ ক্রিকেট টিম সম্পর্কে জানিয়েছেন, "সব টিমই ভারতকে হারাতে পারলে খুশি হয়। মজা পায়। ওদের মজা নিতে দিন।" রোহিতের এই মন্তব্যের পরই পরিষ্কার, বাংলাদেশকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ ভারত।
এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা বলেন, "ওরা কী ভাবছে, সেটা আমাদের ভাবনা নয়। ইংল্যান্ডও ভারতে এসে অনেক বড় বড় কথা বলেছিল। আমরা ওদের নিয়ে ভাবিনি। প্রতিপক্ষকে না ভেবে নিজেদের উপর ফোকাস করেছি। যে কোনও টিমে কয়েকজন নতুন ক্রিকেটার থাকেন। তাদের নিয়ে একটু আলোচনা হয়। বাকি ফোকাস দলের উপর রাখাই ভাল। বাংলাদেশের ক্ষেত্রেও সেভাবেই করছি।"