আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। জল্পনা এবার আইপিএল থেকেও অবসর নিতে চলেছেন মাহি। জানা গিয়েছে, চলতি মরশুমের আইপিএলেই শেষ বারের মতো চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ২২ গজে দেখা যাবে। আর সেই কারণেই মাহির শেষের শুরুর ম্যাচ দেখতে স্টেডিয়ামে ভিড় জমাচ্ছেন অনুরাগীরা।
আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে ১৬ তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেই দিনেই চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে মাঠে নামবেন মাহি। প্রতিপক্ষ হার্দিক পান্ডিয়া। যে লড়াই দেখতে উৎসুক ভক্তরা। কারণ তাঁরা মাহির শেষ আইপিএলের আর কোনও ম্যাচ মিস করতে চান না। ইতিমধ্যেই ম্যাচের লক্ষাধিক টিকিট বিক্রি হয়েছে বলেই খবর।
আরও পড়ুন - কবে থেকে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ ? সম্ভাব্য দিন ঘোষণা ICC-র