রবিবার আইপিএলে মহারণ। চিপকে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। এবার আইপিএলে দুরন্ত পারফরম্যান্স কলকাতার ফিল সল্ট ও সুনীল নারিনের। এদিকে হায়দরাবাদ টিমে নতুন তারকা অভিষেক শর্মার প্রশংসা সব মহলে। দারুণ ছন্দে হেনরি ক্লাসেন, ট্রেভিস হেড। ফাইনালে ওঠার যাত্রাপথ কেমন ছিল কেকেআরের।
এই মরশুমে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েই আইপিএল অভিযান শুরু করেছিল কলকাতা। পরপর আরসিবি ও দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে স্বপ্নের মরশুম শুরু করে কলকাতা। এরপরই কলকাতার হারের সিরিজ শুরু হয়। পরপর পাঁচ ম্যাচে মাত্র ২টি ম্যাচে জেতেন শ্রেয়স ব্রিগেড। লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংসের বিরুদ্ধে দুটি ম্যাচেই জেতে কলকাতা। হারায় চেন্নাই সুপার কিংসকেও। মাঝে দুটি ম্যাচ বৃষ্টিতে পন্ড হয়ে যায়। এরপর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ বলে নাটকীয় ভাবে ম্যাচ জিতে ফের ছন্দে ফেরে কলকাতা।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ২৬১ রান তোলে কলকাতা। ওই ম্যাচ জিতেই পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে যায় কলকাতা। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্সের বিরুদ্ধে সহজেই জিতে ফাইনালে ওঠে কলকাতা। এবার লক্ষ্য ফাইনাল। সেই ফাইনাল জিতলেই ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হবে কলকাতা।