শনিবার আইপিএলে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস। মোহালিতে প্রত্যাবর্তন করলেন ঋষভ পন্থ। ১৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ঋষভ পন্থ। মাঠে নামার সময় মোহালির দর্শক গ্যালারিতে করতালি দিলেন। স্ট্যান্ডিং ওভেশনও পেলেন দিল্লির অধিনায়ক। ১৩ বলে ১৮ রান করলেন। এই ইনিংসেই আইপিএলে নতুন রেকর্ড গড়ে ফেললেন ঋষভ পন্থ।
এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। ঋষভ কামব্যাক ম্যাচে মাত্র ১৮ রান করেছেন। এই ম্যাচেই আইপিএলে ৪০০তম বাউন্ডারির রেকর্ড গড়লেন। যা মাইলস্টোন।
১০ দিন আগেই বোর্ড জানায়, ঋষভ পন্থ আইপিএলে খেলার জন্য ফিট। ব্যাটিং করার পর এদিন উইকেট কিপিংও করেন ঋষভ পন্থ। টানা ১৫ মাস পর ঋষভ পন্থ মাঠে ফিরলেন।