ঘোষক রবি শাস্ত্রীর ভুলে শুরু এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে টসের আগে ছেলেদের আইপিএলকে বেমালুম মেয়েদের আইপিএল বলেই ঘোষণা করলেন ভারতের প্রাক্তন কোচ। শুক্রবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিং। গুজরাতের নাম ঘোষণা করতে গিয়ে শাস্ত্রী মেয়েদের আইপিএলে খেলা গুজরাত জায়েন্টসের নাম নিয়ে ফেললেন। প্রাক্তন কোচের এই কীর্তি দেখে বেশ অবাক হন মহেন্দ্র সিং ধোনি এবং হার্দিক পান্ডিয়া।
সমালোচকরা বলছেন, মেয়েদের আইপিএলে কমেন্ট্রি করেছেন শাস্ত্রী। তাই হয়তো গুজরাতের পর জায়ান্টস বলাই অভ্যাস হয়ে গিয়েছে তাঁর। ছেলেদের আইপিএলের শুরুতেই তাই গুজরাত টাইটান্সের জায়গায় গুজরাত জায়ান্টস বলে ফেলেন শাস্ত্রী।
তবে শাস্ত্রীর এই ঘোষণা সোশাল মিডিয়া এখন ভাইরাল। ২০১১ সালের বিশ্বকাপে ধোনির ম্যাচজেতানো ছক্কা হাঁকানোর সময়ও ধারাভাষ্য দিচ্ছিলেন তিনি। বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর দেওয়া ধারাভাষ্য উপভোগ করেছেন দর্শকরা। কিন্তু শুক্রবার আইপিএলের শুরুতেই শাস্ত্রীর থেকে এমন গণ্ডগোল আশা করেননি অনেকেই।