IPL 2022: ২৮ মার্চ আইপিএলে প্রথমবার নামবে নতুন টিম লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। প্রতিপক্ষ আরও একটি নতুন টিম গুজরাট টাইটান্স (Gujarat Titans)। মুম্বইয়ের ওয়াংখড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই টিম।
এবার আইপিএলের মেগা নিলামের আগেই কেএল রাহুলকে (KL Rahul) টিমে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ১৭ কোটি টাকা খরচ করে তাঁকে কিনে নেয় টিম ম্যানেজমেন্ট। ৯ কোটি ২ লক্ষ টাকা দরে মার্ক স্টয়নিসকে (Mark Stoynis) কেনে লখনউ। ৪ কোটি টাকা খরচ করে নেওয়া হয় রবি বিষ্ণোইকে। এবার নিলামে অলরাউন্ডার ও পেসারদের দিকেই বেশি ঝাঁপিয়েছে লখনউ সুপার জায়ান্টস। কেমন হতে পারে তাঁদের প্রথম একাদশ, দেখে নেওয়া যাক।
টিমের হয়ে ওপেন করতে দেখা যেতে পারে কুইন্টন ডি'কক ও অধিনায়ক কেএল রাহুলকে। টিমের মিডল অর্ডার সামলানোর দায়িত্ব থাকবে মণীশ পাণ্ডে ও দীপক হুডার ওপর। এরপর বাকিটা অলরাউন্ডারদের হাতেই থাকবে। তাদেরই ম্যাচ শেষ করে ফিরতে হবে।
কে এল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি'কক, মণীশ পাণ্ডে, মার্কাস স্টয়নিস, দীপক হুডা, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুনাল পান্ডিয়া, জেসন হোল্ডার, রবি বিষ্ণোই, কাইল মেয়ারস, আবেশ খান।
আরও পড়ুন: কতটা শক্তিশালী শ্রেয়সের কলকাতা, কী হবে কেকেআরের সম্ভাব্য একাদশ, বিস্তারিত জেনে নিন
Disclaimer: Editorji আরপিএসজি গোষ্ঠীর একটি অংশ