শুক্রবার চিন্নাস্বামীতে রুদ্ধশ্বাস ম্যাচে আরসিবিকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। তবে মাঠের অন্য় সব মুহূর্তকে ছাপিয়ে গিয়েছে, গম্ভীরের সঙ্গে কোহলির কথোপকথন। ম্যাচের পর পরষ্পরকে জড়িয়েও ধরতে দেখা যায় তাঁকে। মাঠে একাধিকবার বিবাদে জড়িয়েছেন। কী কারণে তাঁরা এবার কাছাকাছি এলেন। জানালেন, বিরাট-গম্ভীরদের প্রাক্তন সতীর্থ ইরফান পাঠান।
স্টার স্পোর্টসের একটি সাক্ষাৎকারে ইরফান পাঠান জানান, "গম্ভীর সিনিয়র ক্রিকেটার। আগে জাতীয় দলে যোগ দিয়েছেন। কখন কখনও সীমা অতিক্রম হতে পারে। কিন্তু পরে যখন দেখা হয়, ভাল ভাবেই কথা হওয়াটাই স্বাভাবিক। সেটাই দেখা গিয়েছে।"
কলকাতা টিমে অধিনায়ক থাকাকালীন বিরাটের সঙ্গে একাধিকবার ঝামেলায় জড়ান গম্ভীর। গতবছর আইপিএল লখনউ টিমের মেন্টর থাকাকালীনও নবীন উল হককে নিয়ে বিরাট ও গম্ভীরের মধ্যে বিবাদ হয়। এবার চিন্নাস্বামীতে সম্পূর্ণ অন্য় চিত্র দেখা গেল। এই ম্যাচে ৫৯ বলে ৮৩ রান করেন বিরাট কোহলি। পান অরেঞ্জ ক্যাপ। ১৮২ রান তোলে আরসিবি। কেকেআর ব্যাটসম্যানরা মাত্র ১৬.৫ ওভারে সেই রান তাড়া করে ম্যাচ জিতে নেয়।