বিশ্বকাপের ট্রায়াল হিসাবে কী আয়ারল্যান্ড সফরে দেখা যাবে যশপ্রীত বুমরাকে ? জাতীয় ক্রিকেটে অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণের ইঙ্গিতে এই জল্পনা উসকে উঠল। এক সর্বভারতীয় সংবাদপত্রকে লক্ষ্মণ জানিয়েছেন, দিনে আট থেকে ১০ ওভার বল করছেন বুমরা। নেটে ফের তাঁকে স্বাভাবিক মনে হচ্ছে। লক্ষ্মণের এই দাবির পরেও কী আয়ারল্যান্ডের দলে বুমরাকে পাঠানোর ঝুঁকি নেবেন অজিত আগারকররা ?
পিঠের চোটের জেরে গত বছরের সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রধান অস্ত্রে যশপ্রীত বুমরা। সম্প্রতি নিউজিল্যান্ডে গিয়ে পিঠের সফল অস্ত্রোপচার করিয়ে এসেছেন। তার পর থেকেই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজেকে তৈরি করছেন। একবার জাতীয় দলে ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ঘরের মাঠে বিশ্বকাপের কথা ভেবেই তাঁকে বিশ্রামে রাখা হয়েছে।
তবে প্রাক্তনদের দাবি, এবার বুমরাকে ধীরে ধীরে মাঠে ফেরানো হোক। নাহলে একেবারে বিশ্বকাপে তাঁকে দলে রাখলে নিজের ছন্দ হারাতে পারেন বুমরা। তাই মনে করা হচ্ছে, লক্ষ্মণের থেকে রিপোর্ট নিয়ে বিশ্বকাপের আগে একবার হয়তো আয়ারল্যান্ডে পরখ করা হতে পারে বুমরাকে। তবে সবটাই নির্ভর করছে অজিত আগরকরের কমিটির উপরেই।