রুটে মুগ্ধ বিশ্ব ক্রিকেটে। অ্যাসেজ সিরিজে প্রথম দিনেই বিরল কীর্তি স্থাপন করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। এতদিন জো রুট বলতে সবাই ভাবতেন সাবেক ক্রিকেটার। তাঁর ব্যাট সবসময় ব্যাকরণ মেনে চলে। কিন্তু এহেন রুট কীনা ব্যাকরণ ভাঙতে পারেন, তা দেখল অ্যাসেজ। প্রথম টেস্টের প্রথম দিনের শেষে চর্চায় এখন রুটের স্কুপ সিক্স। এই আইপিএলে রাজস্থানের হয়ে দুটি ম্যাচ খেলছেন তিনি। খুব বেশি রান করেননি। কিন্তু স্কট বোল্যান্ডের বলে তাঁর স্কুপ সিক্স মেরে শতরান এখন ব্রিটিশ মিডিয়ার টক অফ দ্যা টাউন।
আট উইকেটে ৩৯৩ রান করে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে ইংল্যান্ড। সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে বিনা উইকেট ১৪ রান। তবে এসবের মধ্যেও বার্মিহ্যামে চর্চায় রুটের স্কুপ সিক্স।