টানা দু'ম্যাচ হেরে যথেষ্ট ব্যাকফুটে কলকাতা নাইট রাইডার্স। এরই মাঝে বৃহস্পতিবার দিল্লির বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে নামছেন নীতিশ-রিঙ্কুরা। ইনিংসের শুরুতে বারবার ব্যর্থ হচ্ছে নাইটরা। টানা দুটি ম্যাচে সেই ছবিই সামনে এসেছে। ফলে গুরবাজের বদলে এই ম্যাচেই অভিষেক হতে পারে বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাসের।
এর পাশাপাশি, মুম্বই ইণ্ডিয়ান্স বা সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে বোলিংও এমন কিছু আহামরি ছিল না নাইটদের। ফলে বোলিং বিভাগেও বাড়তি নজর দিতে হবে চন্দ্রকান্ত পণ্ডিতকে। সেক্ষেত্রে লাকি ফার্গুসনের জায়গায় টিমে ফিরতে পারেন টিম সাউদি। যদিও ম্যাচ শুরু আগে অবধি সবটাই নির্ভর করবে কোচ-ক্যাপ্টেনের ওপর।
আরও পড়ুন- Gold-Siver Price : লক্ষ্মীবারে 'সোনা'-য় সোহাগা, কতটা কমল দাম, রুপোর দরই বা কত ? জেনে নিন