নাম এক । জার্সি নম্বরও এক । শুধু পদবিটা আলাদা । ২২ গজে আরও এক নতুন সচিনকে দেখল ভারত । বিশ্বকাপের মঞ্চে খেললেনও যেন সচিনের মতোই । যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে তাঁর ব্যাটেই ফাইনালে উঠল ভারত । নাম সচিন ধস । মহারাষ্ট্রের বীড় জেলার বাসিন্দা । তেন্ডুলকরের বড় ভক্ত তাঁর বাবা, তাই ছেলের নামও রাখেন সচিনের নামেই । ২২ গজে নতুন এই সচিনের সঙ্গে পরিচয় করে নেওয়া যাক...
মহারাষ্ট্রের বীড় জেলায় জন্ম সচিনের । খেলাধূলার জগতের সঙ্গে সচিনের পরিচয় তাঁর পরিবারের সুবাদেই । সচিন ধসের বাবা সঞ্জয় ধস ছিলেন কাবাডি খেলোয়াড় । ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে তিনি । সঞ্জয় ধস ২০২৩ সালের মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে কোলাপুর টাস্কার্সের হয়ে খেলেছিলেন ।
সচিন ধসের ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল ১৪ বছর বয়সে । রাজ্য স্তরে মহারাষ্ট্রের হয়ে খেলেছেন। বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জেরে তাঁকে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে বাছাই করা হয়েছে । অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও সুযোগ মিলেছে সচিনের ।
সম্প্রতি, নেপালের বিরুদ্ধে সচিনের দুর্দান্ত ইনিংস নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের । ১০১ বলে ১১টি বাউন্ডারি এবং ৩টি ছক্কা মেরে মোট ১১৬ রান করেছিলেন ধস । যা ভারতকে বড় স্কোর করতে সাহায্য করে । অন্যদিকে, যুব বিশ্বকাপের সেমিফাইনালেও দুরন্ত ইনিংস খেলেছেন সচিন । ৯৫ বলে ৯৬ রান করেন তিনি । ১১টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস ।