ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারাল লখনউ সুপার জায়ান্টস। ৬ বল বাকি থাকতেই ম্যাচ জয় রাহুল ব্রিগেডের। দুর্ধর্ষ ব্যাটিং অধিনায়ক কে এল রাহুলের। ৫৩ বলে ৮২ রান করলেন তিনি। কুইন্টন ডি কক করলেন ৪৩ বলে ৫৪ রান। ১২ বলে ২৩ রান করে ম্যাচ শেষ করে এলেন নিকোলাস পুরান।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লখনউ। বোলিং ভাল করলেও স্লগ ওভারে বড় রান করে ফেলেন মহেন্দ্র সিং ধোনিরা। ১৭৬ রান ওঠে স্লগওভারে। ৯ বলে ২৮ রান করেন ধোনি। ২০ বলে ৩০ রান করেন মইন আলি। ৪০ বলে ৫৭ রান করেন রবীন্দ্র জাদেজা।
এদিন লখনউর হয়ে ৩ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন ক্রুনাল পান্ডিয়া। মহসিন খান ৪ ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন। যশ ঠাকুর, রবি বিষ্ণোই ও মার্কাস স্টয়নিসও একটি করে উইকেট তুলে নিয়েছেন।