ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই। দলে রাখা হয়নি মহম্মদ শামিকে। কিন্তু বাড়িতেই অনুশীলন শুরু করে দিলেন শামি। গোড়ালিতে সমস্যায় এখনও নিজস্ব ছন্দে বল করতে পারছেন না। আইপিএলের আগে শুরু করলেন ব্যাটিং অনুশীলন।
উত্তরপ্রদেশে নিজের ফার্ম হাউজে নেটে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় শামিকে। আগ্রাসী ব্যাটিং করেন তিনি। ক্রিকেটপ্রেমীদের সঙ্গে সেই ভিডিয়ো শেয়ারও করেন শামি। রিভার্স সুইপ, ফ্লিকও করতে দেখা যায় শামিকে। শামি ভিডিয়োটির ক্যাপশানে লেখেন, "কঠিন পরিশ্রম সব সময় কিছু ফিরিয়ে দেয়। আপনি যাই করুন না কেন।"
একদিনের বিশ্বকাপে মাঝপথে দলের সঙ্গে যোগ দিয়ে ২৪টি উইকেট তুলে নেন। মহম্মদ শামি T20 বিশ্বকাপেও প্রথম একাদশে সুযোগ পেতে চান। তার জন্য আইপিএলের মঞ্চকেই ব্যবহার করতে মরিয়া ভারতীয় পেসার। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে নামবেন তিনি।