৩৭-এ পা রাখলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এবার মরশুমের শুরুতে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্স। এবার তাঁর জন্মদিনে একটি গান প্রকাশ করল মুম্বই ইন্ডিয়ান্স। যার নাম 'রো রো রোহিত'। গানের লাইনে আছে, 'সালাম রোহিত ভাই'।
২০০৭ সালে অভিষেক করেন রোহিত শর্মার। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক নজির গড়েন রোহিত। বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর তিনিই ভারত অধিনায়ক। আগামী T20 বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেবেন তিনি। মঙ্গলবার রোহিতকে জন্মদিনে শুভেচ্ছা আপামর ক্রিকেটপ্রেমী ও ভক্তদের।
গত কয়েক ম্যাচে ব্যাটে বড় রান আসেনি হিটম্যানের। জন্মদিনে রানে ফেরার চেষ্টা করবেন রোহিত। এদিকে আহমেদাবাদে T20 বিশ্বকাপের দল নিয়ে বৈঠকে বসতে চলেছেন কোচ রাহুল দ্রাবিড় ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। ১ মের মধ্যে T20 বিশ্বকাপের দল ঘোষণা করবে বোর্ড। ওই বৈঠকেও থাকবেন ভারত অধিনায়ক।