৫০ ওভারের পরিবর্তে ৪০ ওভারে খেলা হোক ওয়ান ডে। এমনই দাবি করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।
সম্প্রতি ফ্যান কোডের একটি আলোচনায় যোগ দিয়ে রবি শাস্ত্রী বলেন, একসময় ওয়ান ডে ক্রিকেট ৬০ ওভারে হত। পরে তা পরিবর্তন করে ৫০ ওভারে করা হয়। কিন্তু ৫০ ওভারের খেলাও দীর্ঘদিন চলছে। সময় এসেছে, এখন তা কমিয়ে ৪০ ওভারে কমিয়ে আনা যেতেই পারে। শাস্ত্রীর মতে, "আগামীর পরিকল্পনা এবং সময়োপযোগী পরিবর্তন সব সময় করা প্রয়োজন।"
আরও পড়ুন: অবসর ভেঙে ফের মাঠে নামতে পারেন, সাক্ষাৎকারে জানালেন মিতালি রাজ
অনেক প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞরা জানিয়েছেন, টানা ওয়ান ডে সিরিজ বর্তমান ক্রিকেটারদের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ইংল্যান্ড ক্রিকেটার বেন স্টোকসের ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের পর এই প্রশ্ন আরও বেশি করে সামনে এসেছে। অবসর নেওয়ার সময় স্টোকস জানান, এত ব্যস্ত সফরসূচির জন্যই অবসর নিচ্ছেন তিনি।