ভাল শুরু করেও নিয়ন্ত্রণ রাখতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স।শেষ কয়েক ওভারে খেলা ঘুরিয়ে দিলেন পঞ্জাব কিংসের ক্যাপ্টেন স্যাম কুরান। সঙ্গী হরপ্রীত সিং। এক ওভার ৪টি ছয় খেলেন ক্যামেরুন গ্রিন। হাফসেঞ্চুরি কুরানের। ৭ বলে ২৫ রান করলেন জিতেশ শর্মা। ২০ ওভারে মুম্বইকে ২১৫ রানের টার্গেট পঞ্জাব কিংসের।
এদিন ওয়াংখেড়েতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ক্যামেরুন গ্রিন ও পীযূষ চাওলা ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান অর্জুন তেন্ডুলকর। ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে পঞ্জাব। সেখান থেকেই খেলা ধরে নেন স্যাম কুরান ও হরপ্রীত। ২৯ বলে ৫৫ রান করেন কুরান। ২৮ বলে ৪১ করেন হরপ্রীত।