আইপিএলে প্লে-অফ রাস্তা আরও মসৃণ করল রাজস্থান। শনিবার পাঞ্জাবকে তারা হারিয়ে দিল ৬ উইকেটে। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় তিন নম্বরেই জমে থাকল সঞ্জু স্যামসনের দল। এদিন প্রথমে ব্য়াট করে ২০ ওভারে ১৮৯ রান করেছিল পাঞ্জাব। রান তাড়া করতে নেমে ২ বল হাতে রেখেই ম্যাচ বার করে নিলেন কুমারা সঙ্গাকারার ছেলেরা। এই মরশুমের আইপিএলে প্রথমবার মুখোমুখি হয়েছিল এই দুই দল।
এদিনের ম্য়াচে ফারাক গড়ে দিল রাজস্থানের যশস্বী জয়সওয়ালের ব্য়াট। প্রথম দিকে বেশ কয়েকটি ম্য়াচ সুযোগ পেয়েছিলেন ভারতীয় এই ক্রিকেটার। কিন্তু রান পাচ্ছিলেন না। কিন্তু শনিবার তাঁর ৪১ বলে ৬৮ রান পাঞ্জাবের গ্রাস থেকে ম্যাচকে ছিনিয়ে নিয়ে গেল। এদিন ঝড় তুললেন জস বাটলার। তাঁর অবদান ১৬ বলে ৩০ রান। বাকি কাজটা করলেন দেবদূত পাড্ডিকল এবং সিমরন হেটমায়ার।
তবে এদিন ছক ভেঙে দল সাজিয়েছিল পাঞ্জাব। অধিনায়ক মায়াঙ্ক আগলওয়ালের রান খড়া কাটাতে তাঁকে নীচে ব্য়াট করতে পাঠানো হয়। শিখরের সঙ্গে ওপেন করতে আসেন জনি বেয়ারস্ট্রো। এই ম্য়াচেও তিন উইকেট নিয়ে পাঞ্জাবকে আটকে দিলেন সেই যজুবেন্দ্র চাহাল।