বিশ্বকাপে আরও একটা ভারত-পাকিস্তান ম্যাচ। রবিবার আরও একবার হারতে হল পাকিস্তানকে। বিশ্বকাপে ভারতের কাছে হারের দৃশ্যেই যেন অভ্যস্ত হয়ে গিয়েছেন পাক সমর্থকরাও। তবে এই মর্যাদার লড়াইয়ে হারের পর অঝোরে কেঁদে ফেললেন পাক পেসার নাসিম শাহ। আর তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে এলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। রোহিত ও নাসিমের সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আমেরিকার মাটিতে ভারত-পাকিস্তান ম্যাচের লড়াই একেবারেই একপেশে ছিল না। T20 ক্রিকেটের মিথ ভেঙে রবিবার নাসাউয়ে দুই দলেরই বোলারদের আধিপত্য দেখা যায়। এই ম্যাচে বল হাতে একাই ৩ উইকেট তুলে নেন নাসিম। ব্যাট করতে নেমে ৪ বলে ১০ রান করেছিলেন। কিন্তু হারতে হয় পাকিস্তানকে। হারের ধাক্কা সামলাতে পারেননি নাসিম শাহ। মাঠে ক্যামেরার সামনে কেঁদে ফেলেন তিনি।
এই সময়ই রোহিত নাসিমের কাছে আছে। তাঁর কাঁধে হাত দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন, এটা হতেই পারে। ক্রিকেট এমনই। রোহিতের এই সৌজন্যতাবোধই মন জিতে নিয়েছে নেটিজেনদের।