মায়ের অসুস্থতার জন্য বাড়ি ফিরে গিয়েছিলেন। চতুর্থ দিন চা-বিরতির আগেই দলের সঙ্গে যোগ দেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচ জয়ের পর অশ্বিনের ভূয়সী প্রশংসা করেন অধিনায়ক রোহিত শর্মা।
অশ্বিনের প্রসঙ্গে হিটম্যান জানিয়েছে, দলের সবচেয়ে অভিজ্ঞ বোলারকে হারানো সহজ নয়। সব কিছুর আগে পরিবার আসা উচিত। তবে খবরটা শোনার পরই রোহিত অশ্বিনকে বলেন, ওর যেটা ঠিক মনে হয়, সেটা করবেন। রোহিত জানান, ওই মূহূর্তে দ্বিতীয় কোনও ভাবনা আর মাথায় আসেনি তাঁদের।
আরও পড়ুন: সোমে সন্দেশখালি যাবেন NCW চেয়ারপার্সন রেখা শর্মা, আগেই কড়া বার্তা দিয়েছেন