গত সাড়ে তিন দশক। কখনও জুনিয়র ক্রিকেট, কখনও ওপেনিং জুটি। কখনও জাতীয় দলের অধিনায়ক, আবার কখনও ফুটবল টিমের মালিক। আর এখন ক্রিকেট প্রশাসক। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের উত্থান পতনের সাক্ষী সচিন তেন্ডুলকর। বন্ধুত্ব এখনও অটুট। অবসর গ্রহণের এতদিন পরেও মাস্টার ব্লাস্টারের সঙ্গে জন্মদিন কাটাবেন সৌরভ।
শুক্রবার ৫০-এ পা রাখবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর আগে প্রাক্তন সতীর্থকে নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন সচিন। স্মৃতির মণিকোঠায় সৌরভকে নিয়ে অনেক কথা জমে আছে। আর অধিনায়ক হিসেবে সাফল্য! সেসবও জানালেন সচিন। মাস্টার ব্লাস্টারের মতে, "সৌরভ দুর্দান্ত অধিনায়ক ছিল। কী ভাবে ক্রিকেটারদের খোলা মনে খেলতে দিতে হবে, একই সঙ্গে তাদের দায়িত্ব দিতে হবে, এটা ভারসাম্য করতে পারত সৌরভ। দায়িত্ব নেওয়ার সময় ভারতীয় ক্রিকেটে রূপান্তর হচ্ছিল। এমন কিছু ক্রিকেটার দরকার ছিল, যারা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে যাবে।"
আরও পড়ুন: আজ একচল্লিশে মাহি, ভারতীয় ক্রিকেটের থাল্লাইভাকে ৪১ ফুটের কাটআউটে সম্মান
সচিনের মতে, সেরা ক্রিকেটার উঠে এসেছিল সৌরভের আমলেই। যুবরাজ সিং, হরভজন সিং, আশিস নেহরা, বীরেন্দ্র সেহওয়াগ, জাহির খান, তাঁদের মধ্যে অন্যতম। সৌরভ সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে সচিন জানান, ওরা প্রত্যেকেই প্রতিভাবান। কিন্তু ওদের পাশে দাঁড়ানোর জন্য কারও সাহায্যের দরকার ছিল। যেটা সৌরভ নিজে করেছিলেন। প্রত্যেককে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া ছিল। পাশাপাশি খোলা মনে খেলার সুযোগও ছিল। সচিনের মতে, এই কারণেই সেই সময় টিম অনেক সাফল্য পেয়েছে।