আইসিসি-র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। এবার তাঁকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর। আইসিসি-র দায়িত্ব পাওয়ার পর জয় শাহের কাছে 'বিশেষ' আবদারও করলেন সচিন।
বিসিসিআইয়ের সচিব পদে ছিলেন জয় শাহ। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, অনেক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার। সচিনও এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন জয় শাহকে। পাশাপাশি তিনি লিখেছেন, ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটকেও যেন গুরুত্ব দেয় আইসিসি। আইসিসির তরুণ প্রশাসক হওয়ার জন্য জয় শাহকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন।
জগমোহন ডালমিয়া, শশাঙ্ক মনোহর, শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন। এই চারজনের পর পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসি-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন জয় শাহ। আগামী ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই পদে বসার কথা জয় শাহের। জয় শাহকে শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, জসপ্রীত বুমরা-সহ একাধিক ক্রিকেটার।