এ যেন খেলতে খেলতে পড়ার মতো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাতের নতুন অধিনায়ক হয়ে শুভমন গিল জানালেন, শিখতে শিখতে তিনি নেতৃত্ব দেবেন। এটা ঠিক এই দলে শুভমন অনেক মাস্টারমশাইকে পাবেন। তাঁদের মধ্যেই হেডস্যর অবশ্যই কেন উইলিয়ামসন। গত বছর যিনি একটি ম্যাচের অর্ধেক খেলেই মাঠ ছেড়েছিলেন।
হার্দিকের বদলি হিসেবে নতুন নেতা হয়ে এরআগে শুভমন জানিয়েছিলেন, তাঁর ভরসা রয়েছেন ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামির উপরে। কারণ, এই দুই সিনিয়র ক্রিকেটারকে তিনি দলে কাজে লাগাবেন। ক্রিকেট পন্ডিতদের মতে, আইপিএলের আগে ভারতের দক্ষিণ আফ্রিকা সিরিজ। ওই সফরে তিন অধিনায়ক ফর্মূলায় খেলবে টিম ইন্ডিয়া। যা সুবিধা দিতে পারে শুভমনকে। শেখার জন্য তিনি রোহিত-রাহুল এবং সূর্যর থেকে সাহায্য পেতে পারেন।
১৯ ডিসেম্বর দুবাইয়ে বসবে আইপিএলের মিনি অকশন। এই অকশনে বাকিদের সঙ্গে সবার নজর থাকবে গুজরাতের দিকে। কারণ, নতুন নেতা শুভমনের জন্য কেমন দল সাজাবে টিম ম্যানেজমেন্ট, তা দেখতে চাইছে ভারতীয় ক্রিকেট।