প্রত্যেক বছর এই দিনে বেহালার বীরেন রায় রোড়ের লাল বাড়ির সামনে সকাল থেকেই লোকজনের আনাগোনা লেগে থাকে। সকাল থেকে ভিড় জমায় অনুরাগীরা। এবার ৫০তম জন্মদিন (Sourav's 50th Birth Anniversery)। লন্ডনে নিজের ফ্ল্যাটেই কাটাবেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেখান থেকেই দেখবেন, শহরে কীভাবে মহাসমারোহে পালিত হচ্ছে তাঁর জন্মদিন। আর এই বিশেষ পরিকল্পনা সম্ভব হচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রচেষ্টায়।
সৌরভের জন্মদিন নিয়ে বৈঠক হয় সিএবি কর্তাদের। ঠিক হয়, দাদার ৫০তম জন্মদিন পালনকে স্মরণীয় করে রাখবে বাংলার ক্রিকেট বোর্ড। সিএবির পক্ষ থেকে একটি ভিডিও তৈরি করা হয়েছে। ৫০ বছরের বিভিন্ন ঘটনা থাকবে সেই ভিডিয়োতে। থাকবে কেরিয়ারের বিভিন্ন মুহূর্ত। অভিষেক টেস্টে সেঞ্চুরি, ন্যাটওয়েস্ট ফাইনালে জার্সি ওড়ানো, ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি। সব মুহূর্তই রাখা হবে। যা ঠিক হয়েছে, ইডেনের ভিতরে ও বাইরে দুটি জায়ান্ট স্ক্রিন লাগানো হবে। শুক্রবার সারাদিন ওই ভিডিও চলবে। যাতে সাধারণ মানুষ রাস্তা থেকে দেখতে পান প্রিন্স অফ ক্যালকাটাকে (Prince Of Calcutta)।
আরও পড়ুন: 'মহারাজা তোমারে সেলাম'! হাফসেঞ্চুরিতেও সৌরভের দাদাগিরি জারি
পরিকল্পনা এখানেই শেষ নয়। সৌরভের ৫০তম জন্মদিন পালনের জন্য ৬ পাউন্ডের একটি কেক অর্ডার দিয়েছে সিএবি। আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের। সৌরভের পরিবর্তে কেক কাটবেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও সিএবির ভাইস প্রেসিডেন্ট নরেশ ওঝা। আর সব অনুষ্ঠান লন্ডন থেকে বসে দেখবেন সৌরভ। দাদার জন্মদিনে ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালের ৫০ জন আক্রান্তকে বিশেষ উপহার দেওয়ার ব্যবস্থাও করেছে সিএবি।