Sourav Ganguly's Birthday Celebration: শহরে পালিত হবে জন্মদিন, লন্ডন থেকে উপভোগ করবেন মহারাজ

Updated : Jul 10, 2022 07:41
|
Editorji News Desk

প্রত্যেক বছর এই দিনে বেহালার বীরেন রায় রোড়ের লাল বাড়ির সামনে সকাল থেকেই লোকজনের আনাগোনা লেগে থাকে। সকাল থেকে ভিড় জমায় অনুরাগীরা। এবার ৫০তম জন্মদিন (Sourav's 50th Birth Anniversery)। লন্ডনে নিজের ফ্ল্যাটেই কাটাবেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেখান থেকেই দেখবেন, শহরে কীভাবে মহাসমারোহে পালিত হচ্ছে তাঁর জন্মদিন। আর এই বিশেষ পরিকল্পনা সম্ভব হচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রচেষ্টায়। 

সৌরভের জন্মদিন নিয়ে বৈঠক হয় সিএবি কর্তাদের। ঠিক হয়, দাদার ৫০তম জন্মদিন পালনকে স্মরণীয় করে রাখবে বাংলার ক্রিকেট বোর্ড। সিএবির পক্ষ থেকে একটি ভিডিও তৈরি করা হয়েছে। ৫০ বছরের বিভিন্ন ঘটনা থাকবে সেই ভিডিয়োতে। থাকবে কেরিয়ারের বিভিন্ন মুহূর্ত। অভিষেক টেস্টে সেঞ্চুরি, ন্যাটওয়েস্ট ফাইনালে জার্সি ওড়ানো, ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি। সব মুহূর্তই রাখা হবে। যা ঠিক হয়েছে, ইডেনের ভিতরে ও বাইরে দুটি জায়ান্ট স্ক্রিন লাগানো হবে। শুক্রবার সারাদিন ওই ভিডিও চলবে। যাতে সাধারণ মানুষ রাস্তা থেকে দেখতে পান প্রিন্স অফ ক্যালকাটাকে (Prince Of Calcutta)।   

আরও পড়ুন: 'মহারাজা তোমারে সেলাম'! হাফসেঞ্চুরিতেও সৌরভের দাদাগিরি জারি

পরিকল্পনা এখানেই শেষ নয়। সৌরভের ৫০তম জন্মদিন পালনের জন্য ৬ পাউন্ডের একটি কেক অর্ডার দিয়েছে সিএবি। আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের। সৌরভের পরিবর্তে কেক কাটবেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও সিএবির ভাইস প্রেসিডেন্ট নরেশ ওঝা। আর সব অনুষ্ঠান লন্ডন থেকে বসে দেখবেন সৌরভ। দাদার জন্মদিনে ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালের ৫০ জন আক্রান্তকে বিশেষ উপহার দেওয়ার ব্যবস্থাও করেছে সিএবি। 

GangulySourav GangulyEden GardensCAB

Recommended For You

editorji | খেলা

Steve Smith Retires : ৯৬ বলে ৭৩, একদিনের ক্রিকেটে থেমে গেল স্টিভ স্মিথের জয়রথ

editorji | খেলা

Virat Kohli : কোহলিয়ানায় ভেসে ক্রিকেট বিশ্ব, King-এর কাছে মাইলস্টোন নয়, ফোকাস ভারতের জয়

editorji | খেলা

India vs Australia: তেইশের বদলা চেজমাস্টার বিরাটের, হার্দিকের ছয়ে শাপমোচন, অজিদের হারিয়ে ফাইনালে ভারত

editorji | খেলা

India Vs Australia : বরুণ বনাম অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে সেট এই রিংটোন

editorji | খেলা

Champions Trophy 2025 : গ্রুপ-এ থেকে চ্যাম্পিয়ন কে হবে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাধিক পরিবর্তনের ইঙ্গিত