জয়ের জন্য দরকার ছিল ৮ উইকেট। কিন্তু টিম ইন্ডিয়া (Team India) মাত্র একটি উইকেট ফেলতে পারল গোটা দিনে। তৃতীয় টেস্টে (Third Test) ৭ উইকেটে হারতে হল বিরাট বাহিনীকে। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার চতুর্থ দিনে ভারতের দরকার ছিল ৮ উইকেট। দক্ষিণ আফ্রিকার (South Africa) দরকার ছিল ১১১ রান। অনায়াসে রান তাড়া করেন কিগান পিটারসেন এবং রাসি ভ্যান ডার ডুসেন।
আরও দেখুন: 'যেন গোটা দেশের বিরুদ্ধেই খেলতে হচ্ছে,' কেপটাউনে কেন স্টাম্প মাইকে আক্ষেপ বিরাট ব্রিগেডের
জয়ের জন্য মাত্র ২১২ রান দরকার ছিল প্রোটিয়াদের। শার্দূল ঠাকুর (Shardul Thakur) আউট করেন পিটারসনকে। তারপর সহজেই বাকি রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।